বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ২০:৪৫

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫(বাসস): ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় কালমায়েগিতে নিহতের সংখ্যা আজ বুধবার ১০০ ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক সবচেয়ে ভয়াবহ এই বন্যার পর সেবু প্রদেশে এর বিধ্বংসী প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

সেবু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বানের পানিতে সেবু প্রদেশের শহর থেকে গ্রামাঞ্চলে গাড়ি এবং বিশাল জাহাজের কনটেইনার ভেসে গেছে।

সেবু প্রদেশের মুখপাত্র রন রামোস এএফপিকে জানান, প্রাদেশিক রাজধানী সেবু সিটির লিলোয়ান শহরের বন্যা কবলিত এলাকা থেকে ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এই ভয়াবহ খবরে সেবুতে মৃতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে।

পুলিশের লেফটেন্যান্ট স্টিফেন পলিনার জানান, কালমায়েগি’র প্রভাবে টানা বৃষ্টিপাতের ফলে পার্শ্ববর্তী নেগ্রোস দ্বীপে কমপক্ষে ১২ জন নিহত এবং আরো ১২ জন নিখোঁজ হয়েছে। 

তিনি আরো বলেন, সেবুর বাইরে ১৭ জন নিহতের পূর্ববর্তী সরকারি পরিসংখ্যানের সঙ্গে আরো একজন কৃষ্ণাঙ্গের মৃত্যু অন্তর্ভুক্ত হয়েছে।

নিহতের এই পরিসংখ্যানের মধ্যে ত্রাণ বিতরণের সময় বিধ্বস্ত হওয়া একটি সামরিক হেলিকপ্টারের ছয়জন ক্রু সদস্যও অন্তর্ভুক্ত রয়েছে।