বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৭:৩৫

মাস্কের ঘনিষ্ঠজন আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প

নভোচারী জ্যারেড আইজ্যাকম্যান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ধনকুবের উদ্যোক্তা ও নভোচারী জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনীত করেছেন। তিনি মার্কিন ধনকুবের ইলন মাস্কের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। 

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই মনোনয়নের ঘোষণা দেন। ইলন মাস্কের সঙ্গে তীব্র বিরোধের কারণে ছয় মাস আগে আইজ্যাকম্যানের প্রথম মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল। এখন আবার তাকে মনোনয়ন দেওয়া হলো।

সিনেট যদি এই মনোনয়ন অনুমোদন করে, তাহলে আইজ্যাকম্যান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)’র অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী পরিবহন মন্ত্রী শন ডাফির স্থলাভিষিক্ত হবেন।

ট্রাম্প তার পোস্টে বলেন, জ্যারেডের মহাকাশের প্রতি আগ্রহ, নভোচারী হিসেবে অভিজ্ঞতা, অনুসন্ধানের সীমা প্রসারিত করার, মহাবিশ্বের রহস্য উন্মোচনের এবং নতুন মহাকাশ অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রতি  তার নিষ্ঠা তাকে নাসার নেতৃত্বের জন্য আদর্শিকভাবে উপযুক্ত করে তুলেছে।

মার্কিন প্রেসিডেন্টের ‘বিগ বিউটিফুল’ নামে অভ্যন্তরীণ নীতিমালার মেগা-বিল নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে বিরোধ শুরু হওয়ার পরই গত মে মাসে নাসার প্রধান হিসেবে আইজ্যাকম্যানকে বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

তখন হোয়াইট হাউস জানায়, আইজ্যাকম্যান আগে ডেমোক্র্যাটদের সমর্থন করেছিলেন। যদিও অনেকেই সেটিকে মাস্ককে অপমান করার ইঙ্গিত হিসেবে দেখেন।

মঙ্গলবার ট্রাম্পের ঘোষণার পর মাস্ক এক্স-এ হার্ট, রকেট ও মার্কিন পতাকার ইমোজি দিয়ে আইজ্যাকম্যানের পুনরায় মনোনয়নের স্ক্রিনশট পোস্ট করেন।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। তিনি ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই)’র নেতৃত্বে ছিলেন। পরে বাজেট নিয়ে মতবিরোধে তাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

আইজ্যাকম্যান একজন দক্ষ পাইলট। ২০২৪ সালের সেপ্টেম্বরে স্পেসএক্সের ‘পোলারিস ডন’ অভিযানে তিনিই প্রথম সাধারণ নাগরিক হিসেবে মহাকাশে হাঁটার ইতিহাস গড়েন।

৪২ বছর বয়সী এই উদ্যোক্তা ‘শিফট৪ পেমেন্টস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি স্পেসএক্সের রকেটে চড়ে একাধিকবার ব্যক্তিগত মহাকাশ অভিযানে অংশ নেন এবং কোম্পানির মহাকাশ অভিযানের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করে আসছেন।