শিরোনাম

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বেলজিয়ামের রাজধানীর প্রধান বিমানবন্দরে বুধবার স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দরের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
সন্দেহভাজন ড্রোন দেখার পর প্রায় ৮০টি ফ্লাইট বন্ধ থাকার পর ফের বিমানবন্দরটি চালু হলো।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্রাসেলস বিমানবন্দরের মুখপাত্র আরিয়েন গুসেনস এএফপিকে জানান, ড্রোন দেখার কারণে প্রায় ৪০০-৫০০ যাত্রীকে জাভেনটেম বিমানবন্দরে রাত কাটাতে হয়েছে।
তিনি আরো বলেন, ফ্লাইট পুনরায় শুরু হলে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শার্লেরোই-এর অপারেটররা জানান, মঙ্গলবার রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শার্লেরোই-এর বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল।
রাতে ব্রাসেলস-জাভেনটেম বিমানবন্দর ও লিজের কাছে সন্দেহভাজন ড্রোন দেখা যাওয়ার পর, বেলজিয়ামে বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি স্কিয়েস মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ও রাত ১০টায় দুবার ফ্লাইট বন্ধ করে দেয়।
জার্মানি ও ডেনমার্কসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে বিমানবন্দর ও সংবেদনশীল সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে রহস্যজনক ড্রোন হামলার সাম্প্রতিক ঘটনাগুলোর পরে এসব বাধা আসে।
ইউক্রেনের যুদ্ধ চতুর্থ বছরে পৌঁছানোর পর, উত্তেজনা চরমে পৌঁছেছে এবং ইউরোপ জুড়ে ড্রোন কার্যকলাপে রাশিয়ার সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।