বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৩:৩৭

ট্রাম্পকে মোকাবেলায় ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জেলা পুনর্নির্ধারণের জন্য ভোট : মার্কিন গণমাধ্যম

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : রিপাবলিকান রাজ্যগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ষড়যন্ত্র করার প্রচেষ্টার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের আহ্বানে মঙ্গলবার ক্যালিফোর্নিয়া তার নির্বাচনী জেলা পুনর্নির্ধারণের পক্ষে ভোট দিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে ঐতিহ্যগতভাবে উদারপন্থী এই রাজ্যে বিপুল সংখ্যক ভোটার একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। যা ট্রাম্পকে ঠেকানোর একটি সুযোগ হিসেবে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।