বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ২০:২৮

রাশিয়ায় গোলাবারুদ কারখানায় বিস্ফোরণে নিহত ১০

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর কোপেইস্কের একটি কারখানায় বিস্ফোরণে ১০ জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।

মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

কর্তৃপক্ষ বুধবার রাতে সংঘটিত বিস্ফোরণের কারণ বা কারখানার নাম জানায়নি। তবে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, এ কারখানায় সামরিক বাহিনীর জন্য গোলাবারুদ বা বিস্ফোরকদ্রব্য তৈরি হতো।

চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার বৃহস্পতিবার টেলিগ্রামে বলেছেন, সর্বশেষ তথ্য অনুসারে, কোপেইস্কের প্ল্যান্টে বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। আরো ১২ জন কর্মচারী নিখোঁজ রয়েছে।’

রাশিয়ান প্রসিকিউটররা বলেছেন, তারা ‘শিল্প নিরাপত্তা’ লঙ্ঘনের দায়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন। তবে বিস্তারিত কিছু বলেননি তারা।

টেক্সলার বলেছেন, তদন্তকারীরা মনে করেন না, ইউক্রেনের ড্রোন হামলায় এই বিস্ফোরণ হয়েছে।

কিয়েভ প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে ড্রোন দিয়ে রাশিয়ার শিল্প স্থাপনাগুলোকে টার্গেট করেছে। ফলে কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে।

ইউক্রেন থেকে প্রায় ১ হাজার ৬শ’ কিলোমিটার দূরে কোপেইস্ক অঞ্চলে প্রায় দেড় লাখ মানুষ বাস করেন এবং এটি আঞ্চলিক রাজধানী চেলিয়াবিনস্কের উপকণ্ঠে অবস্থিত এবং এখানে একাধিক উৎপাদন কেন্দ্র রয়েছে।