বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ২০:২৩

সুদানের খার্তুমে বিমানবন্দরে আবারো ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুদানের সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাজধানী খার্তুমের বিভিন্ন স্থানে ও বিমানবন্দর লক্ষ্য করে টানা তৃতীয় দিনেও ড্রোন হামলা চালানো হয়েছে।

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ভোর ৪টায় মাথার উপর দিয়ে দু’টি ড্রোন যাওয়ার শব্দ শুনতে পাই। ড্রোনগুলো সামরিক স্থাপনার দিকে যাচ্ছিল।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ড্রোনগুলো বিমানবন্দরের দিকে যেতে দেখেছেন এবং কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শুনেছেন।

গত মঙ্গলবার থেকে বিমানবন্দরটিতে বারবার ড্রোন হামলা হয়েছে। সেখানে দুই বছরেরও বেশি সময় ধরে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। 

নতুন করে হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’কে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। দেশটিতে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফ’র মধ্যে লড়াই চলছে।