শিরোনাম
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনে গতকাল রাতভর এবং আজ বৃহস্পতিবার ভোরে রাশিয়ার হামলায় একজন উদ্ধারকর্মী নিহত হয়েছে। এছাড়া, ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে এবং একটি সিনাগগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ১৩০টি ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভে থাকা এএফপি’র সাংবাদিকরা রাতে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন।
জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, খারকিভের পূর্বাঞ্চলীয় জেলেনি গাই গ্রামে রাশিয়ার হামলায় লেগে যাওয়া আগুন নেভানোর সময় পুনরায় হামলায় উদ্ধারকর্মী নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিবৃতিতে আরো বলা হয়েছে, উদ্ধারকর্মীদের বিরুদ্ধে আরেকটি আঘাত এটি।
কিয়েভের কর্মকর্তারা জানান, সেখানে রুশ হামলায় আটজন আহত হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের তিনটি জেলায় হামলার সময় একটি সিনাগগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হামলায় ধর্মীয় সম্প্রদায়সহ কেউই রেহাই পাইনি।
তাদের বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ধর্মীয় ৬৪০টি স্থানে হামলা হয়েছে এবং ৬৭ জন ধর্মীয় নেতা নিহত হয়েছেন।