শিরোনাম
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র ও তার সাবেক মিত্র রাষ্ট্র কলম্বিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে। বুধবার দেশ দু’টির প্রেসিডেন্ট একে অপরের বিরুদ্ধে ‘বড় ধরনের পদক্ষেপ’ এবং মামলার হুমকি দিয়েছেন।
বোগোটা থেকে এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘ঠগ’ বলে অভিহিত করেন। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, পেত্রো একজন মাদক পাচারকারী এবং তিনি তার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।
এর জবাবে কলম্বিয়ার বামপন্থী নেতা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের আদালতে মার্কিন আইনজীবীদের মাধ্যমে নিজের আইনি প্রতিকার চাইব।’
বুধবার ট্রাম্প জানান, কলম্বিয়ার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করা হয়েছে।
এদিকে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী প্রশান্ত মহাসাগর উপকূলে একটি সন্দেহভাজন মাদকবাহী জাহাজে বিমান হামলার ঘোষণা দেন।
পরে মার্কিন প্রেসিডেন্ট পেত্রোকে উদ্দেশ করে বলেন, ‘সে সাবধান না হলে, আমরা তার এবং তার দেশের বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নেব।’
এর জবাবে পেত্রো বলেন, ‘যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের কর্মকর্তারা আমার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন, আমি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’
তিনি আরও বলেন, ‘মাদকবিরোধী লড়াইয়ে আমাদের সহায়তার প্রয়োজন হলে, মার্কিন সমাজ তা পাবে।’