বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ১৪:০৩

ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : কম্বোডিয়ার কর্তৃপক্ষ আন্তর্জাতিক সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কোরিয়ার ৫৭ জন ও চীনের ২৯ জন নাগরিককে গ্রেফতার করেছে।

কম্বোডিয়ার সাইবার অপরাধ বিরোধী কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাজধানী নম পেনে স্থানীয় কর্তৃপক্ষ একটি ভবনে জালিয়াতি কার্যক্রম পরিচালিত হওয়ার সন্দেহে অভিযান চালিয়ে পুলিশ ৫৭ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ২৯ জন চীনের নাগরিককে গ্রেফতার করেছে। এতে আরো বলা হয়েছে, কর্তৃপক্ষ ১২৬টি কম্পিউটার ও ৩০টি ফোনও জব্দ করেছে।

নমপেন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার একটি সরকারি কমিশন জানিয়েছে, অবৈধ নেটওয়ার্কগুলোয় কাজ করার অভিযোগে আটক থাকা বেশ ক’জনকে দক্ষিণ কোরিয়া ফিরিয়ে নেওয়ার ক’দিন পর এই গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি কম্বোডিয়ায় শিল্পটিতে বহু বিলিয়ন ডলারের জালিয়াতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েক হাজার মানুষ এতে জড়িত রয়েছে। কেউ কেউ স্বেচ্ছায় আবার কেউ বা সংগঠিত অপরাধী গোষ্ঠীর খপ্পরে পড়ে বাধ্য হয়ে।