বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ২০:৩৬

আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর 

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): গাজায় আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত মোট ১৯৫ ফিলিস্তিনির মরদেহ গাজায় হস্তান্তর করা  হয়েছে।

বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

গাজা সিটি থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, মঙ্গলবার গাজা থেকে ফেরত পাওয়া আরো দুই জিম্মির মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা হলেন আরিয়ে জালমানোভিচ এবং মাস্টার সার্জেন্ট তামির আদার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় ইসরাইল প্রতিটি ইসরাইলি জিম্মির মরদেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করবে।