বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৮:২৪

হামাসকে নিরস্ত্রীকরণই বড় চ্যালেঞ্জ : জেডি ভ্যান্স

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেছেন, ‘আমাদের সামনে খুব কঠিন একটি কাজ রয়েছে। আর তা হচ্ছে হামাসকে নিরস্ত্রীকরণ এবং একই সঙ্গে গাজা পুনর্গঠন করে সেখানকার মানুষের জীবনমান উন্নত করতে হবে। নিশ্চিত করতে হবে যে, হামাস আর যাতে আমাদের মিত্র ইসরাইলের জন্য কোনো হুমকি হয়ে না দাঁড়ায়।’