বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৯:৩৩

রুশ হামলায় ইউক্রেনের চেরনিহিভ বিদ্যুৎহীন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়ার হামলায় ইউক্রেনের চেরনিহিভ শহর বিদ্যুৎবিহীন হয়ে গেছে এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার চলমান ড্রোন হামলার কারণে বিদ্যুৎ অবকাঠামোগত মেরামত কাজও বন্ধ হয়ে যায়।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জ্বালানি কেন্দ্র এবং রেলওয়ে নেটওয়ার্কে রাশিয়ার পরিকল্পিত হামলার পর গত কয়েক সপ্তাহে ইউক্রেন বিদ্যুৎ ব্যবহার সীমিত করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সময় চেরনিহিভ অঞ্চলটি অল্প সময়ের জন্য দখলে নিয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে চেরনিহিভে ভারী বোমাবর্ষণ হয়েছে।

চেরনিহিভে যুদ্ধ শুরুর আগে আনুমানিক ২ লাখ ৮৩ হাজার বাসিন্দা ছিল।

আঞ্চলিক কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে নিজ উদ্যোগে বিদ্যুৎ সরবরাহের দিকে ঝুঁকতে হয়েছে। হামলার ফলে গতকাল সোমবার গভীর রাতে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় বলেও জানান তিনি।