বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৬:১৬

জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে কাজ করবে’ দক্ষিণ কোরিয়া

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে কাজ করার’ প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।  
 
সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী সানায়ে তাকাইচি মঙ্গলবার দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

এরপর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জে-উং সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকার দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখতে জাপানের নতুন মন্ত্রিসভার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।’