বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৬:১৪

হামাস ইসরাইলি ১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস জানিয়েছে, তারা আরো একজন ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে এবং ‘পরিস্থিতি অনুকূল হলে’ রোববারের পরে যে কোনো সময় তা হস্তান্তর করা হবে। কারণ, উভয় পক্ষই গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে।

গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘আজ আল-কাসসাম ব্রিগেড চলমান অনুসন্ধান অভিযানের সময় একজন ইসরাইলি বন্দীর মরদেহ খুঁজে পেয়েছে’।

যদি হস্তান্তর করা হয়, তাহলে গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি হবে ১৩তম মৃত জিম্মি যাকে হামাস ফিরিয়ে দিয়েছে।