শিরোনাম
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় পরিষদে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার পর একটি অভিজাত সামরিক ইউনিট মঙ্গলবার জানিয়েছে তারা মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে।
মাদাগাস্কারের আন্তানারিভো থেকে এএফপি এ খবর জানিয়েছে।
৫১ বছর বয়সী প্রেসিডেন্ট পদত্যাগের ক্রমবর্ধমান দাবি প্রত্যাখ্যান করেছিলেন এবং দ্বীপ রাষ্ট্রটিতে কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী রাস্তায় বিক্ষোভের পর আত্মগোপনে চলে গিয়েছিলেন।
রাজধানীর একটি সরকারি ভবনে একটি বিবৃতি পাঠ করার পর ক্যাপস্যাট সামরিক ইউনিটের প্রধান কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনা এএফপি’কে বলেছেন, ‘আমরা ক্ষমতা গ্রহণ করেছি।’
তিনি বলেছেন, ইউনিটটি সেনাবাহিনী জেন্ডারমেরি এবং জাতীয় পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করবে।
২০০৯ সালের অভ্যুত্থানে ক্যাপস্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তখন ক্যাপস্যাট ইউনিট রাজোয়েলিনাকে প্রথম ক্ষমতায় এনেছিল।
র্যান্ড্রিয়ানিরিনা তার বিবৃতিতে বলেছেন, ‘হয়তো সময়ের সাথে সাথে এতে জ্যেষ্ঠ বেসামরিক উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করা হবে। এই কমিটিই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে’।
তিনি বলেছেন, ‘একই সাথে, কয়েকদিন পর আমরা একটি বেসামরিক সরকার গঠন করব’।
সংসদের নিম্নকক্ষ ‘আইনি ভিত্তিহীন’ বলে প্রেসিডেন্ট কর্তৃক বরখাস্ত করা একটি অধিবেশনে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার কয়েক মিনিট পরেই এই ঘোষণা আসে।
মাত্র কয়েক ঘন্টা আগে রাজোয়েলিনা অধিবেশন বন্ধ করার জন্য ডিক্রি দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছিলেন।
অভিশংসনের পক্ষে ১৩০ ভোটে পাস হয়েছিল এবং ১৬৩ সদস্যের কক্ষে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সাংবিধানিক সীমার অনেক বেশি।
উচ্চ সাংবিধানিক আদালতকে ভোটটি বৈধতা দিতে হবে।
রাজধানী আন্তানানারিভোর সাবেক মেয়র রাজোয়েলিনা সোমবার রাতে বলেছিলেন, তিনি তার অবস্থান প্রকাশ না করেই তার জীবনের ওপর হামলার ভয়ে ‘নিরাপদ স্থানে’ আশ্রয় নিচ্ছেন।
২৫ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হয় এবং সপ্তাহান্তে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায় যখন বিদ্রোহী সৈন্য এবং নিরাপত্তা বাহিনী, ক্যাপস্যাটও বিক্ষোভকারীদের সাথে যোগ দেয় এবং প্রেসিডেন্টের এবং অন্যান্য সরকারি মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানায়।