বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

রাশিয়ার বিমান মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ন্যাটো

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়ার বিমান অনুপ্রবেশ মোকাবিলায় ন্যাটোর সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে। জোটটির প্রতিরক্ষা মন্ত্রীরা বুধবার এ বিষয় নিয়ে আলোচনায় বসছেন। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ন্যাটোর ৩১টি সদস্য দেশের মন্ত্রীদের সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছেন। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার বিমান অনুপ্রবেশের পর ব্রাসেলসে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা সীমান্ত পেরিয়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

এরপর বিভিন্ন দেশে রহস্যজনক ড্রোনের উপস্থিতি বিমানবন্দরগুলোতে ব্যাঘাত সৃষ্টি করে। এছাড়াও এই ড্রোন সামরিক স্থাপনাগুলোর কাছাকাছি উড়ে, যা আবারও উদ্বেগ বাড়িয়েছে।

এতে বোঝা যাচ্ছে, রাশিয়া সীমা পরীক্ষা করছে ও ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করছে।

একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন উপায়ে আমরা রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি ও তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছি।’

ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, ‘আমরা যা প্রশিক্ষণ দিয়েছি, তা করছি এবং এটি কাজ করছে। তবে আমাদের আরও কিছু করতে হবে।’ 

এই ঘটনার পর ন্যাটো একটি নতুন মিশন চালু করেছে এবং তাদের বাহিনী বাড়িয়েছে। তবে রাশিয়ার কাছাকাছি থাকা কিছু দেশ আরও কঠোর পদক্ষেপ দাবি করছে।

কূটনীতিকরা বলছেন, জোটটি রাশিয়ান অনুপ্রবেশ মোকাবিলার জন্য তার নিয়ম-কানুনগুলোকে আরও পর্যালোচনা করতে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন পদ্ধতির সমাধান করতে চাইছে।

এছাড়া, ইউক্রেন যেসব কম খরচের প্রযুক্তি ব্যবহার করছে, তা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা এবং অ্যান্টি-ড্রোন সক্ষমতা উন্নত করার কাজও ত্বরান্বিত করছে জোটটি।