বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৩

বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য ইসরাইল বুধবার গাজার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং পুনরায় চালু করার অনুমতি দেবে। ইসরায়েলি পাবলিক সম্প্রচারক কেএএন একথা জানিয়েছে।

সূত্রের উদ্ধৃতি না দিয়ে কেএএন জানিয়েছে, জাতিসংঘ, অনুমোদিত আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত ও দাতা দেশগুলো (বুধবার) গাজা উপত্যকায় ৬০০টি ট্রাকে করে মানবিক ত্রাণ প্রেরণ করবে। 

খবর বার্তা সংস্থা এএফপি।

ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তির আওতায় মঙ্গলবার রাতে হামাস আরও চার জিম্মির লাশ হস্তান্তরের পর ইসরাইলের ‘রাজনৈতিক কতৃপক্ষ’ দক্ষিণ রাফাহ ক্রসিং পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।