বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ২১:৫১
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২১:৫৬

ডিআর কঙ্গো ও এম ২৩ শান্তিচুক্তি বাস্তবায়নে সমঝোতায় পৌঁছেছে : কাতার

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫ (বাসস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) এবং রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে একটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও যাচাই ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

কাতারের রাজধানী দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ডিআর কঙ্গো ও এম২৩ একটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও যাচাই ব্যবস্থাপনা গঠনের চুক্তিতে স্বাক্ষর করেছে, যা কাতারের সহায়তায় বাস্তবায়িত হবে।’

এই চুক্তি চলতি বছরের জুলাই মাসে দোহায় স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতির ধারাবাহিকতা, যার লক্ষ্য ছিল ডিআর কঙ্গোর খনিজ-সমৃদ্ধ পূর্বাঞ্চলে চলমান সংঘাতের স্থায়ী অবসান ঘটানো।

দোহা জানিয়েছে, ‘নতুন পদক্ষেপ স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিতে তদারকি করবে। কোনো অনিয়ম হলে তদন্ত ও যাচাই করবে এবং পুনরায় শত্রুতা রোধে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করবে।’

এই পর্যবেক্ষণ ব্যবস্থায় কাতার, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।