শিরোনাম
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা মঙ্গলবার জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। বিরোধী দলের নেতৃত্বাধীন ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটের কারণে দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টকে ভোটের আগে পদ থেকে সরে যেতে হলো।
আন্তানারিভো থেকে এএফপি এ খবর জানায়।
রাজোয়েলিনার বিরুদ্ধে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাস্তায় মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধানত শাসকগোষ্ঠীর প্রতি ক্ষুব্ধ তরুণ বিক্ষোভকারীদের দ্বারা পরিচালিত প্রতিবাদ-বিক্ষোভের মুখে ৫১ বছর বয়সী নেতা আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন।
ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ‘রেডিও এবং/অথবা টেলিভিশন সম্প্রচারে প্রকাশিত হওয়ার সাথে সাথেই সংসদ ভেঙে দেওয়ার ডিক্রি কার্যকর হবে’।
পদত্যাগের ক্রমবর্ধমান আহ্বান উপেক্ষা করে রাজোয়েলিনা একটি পৃথক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ‘আমাদের জাতির মধ্যে শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে শক্তিশালী করার’ জন্য প্রয়োজনীয় পদক্ষেপকে সমর্থন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বলেছেন, ‘জনগণের কথা আবারও শুনতে হবে। তরুণদের জন্য পথ খুলে দিন’।
বিরোধীদলীয় নেতা সিতেনি রাান্ড্রিয়ানাসোলোনিয়াইকো সোমবার বলেছেন, রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে খবর পাওয়ার পর তারা তাকে অভিশংসনের পক্ষে ভোট দিবেন।
রাজধানী আন্তানানারিভোর সাবেক মেয়র রাজোয়েলিনা সোমবার রাতে বলেছেন, ‘তার ওপর প্রাণহানির চেষ্টার পর তিনি একটি ‘নিরাপদ স্থানে’ আশ্রয় নিয়েছেন। তবে তার অবস্থান প্রকাশ করেন নি।
২৫ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হয় এবং সপ্তাহান্তে বিদ্রোহী সৈন্য এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সাথে যোগ দেয় এবং প্রেসিডেন্ট এবং অন্যান্য সরকারি মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানায়।
তাদের মধ্যে ছিল অভিজাত ক্যাপস্যাট ইউনিট যা রাজোয়েলিনাকে প্রথম ক্ষমতায় এনেছিল। তারা ২০০৯ সালের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
বিক্ষোভ দমন করার চেষ্টা করার জন্য প্রেসিডেন্ট গত মাসে তার পুরো সরকারকে বরখাস্ত করেছেন।
রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাজোয়েলিনা সপ্তাহান্তে একটি ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার ত্যাগ করেছেন কিন্তু ফরাসি কর্মকর্তারা এখনো নিশ্চিতকরণের জন্য এএফপি’র সাংবাদিকের অনুরোধের জবাব দেননি।