শিরোনাম
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : কিউবার বিরোধী দলের হোসে ড্যানিয়েল ফেরার সোমবার কারাগার থেকে মুক্তি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন শুরু করেছেন। তবে তিনি তার দেশে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কমিউনিস্ট-শাসিত দ্বীপরাষ্ট্র থেকে একটি বিমানে মিয়ামিতে অবতরণের পর, ওয়াশিংটন কিউবার কাছে ৭শ’ জনেরও বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার দাবি জানায়।
ফেরার মিয়ামির লিটল হাভানায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমি লড়াই চালিয়ে যাব, তবে আমি একা এটি চালিয়ে যাব না। আমাকে সমগ্র নির্বাসিত সম্প্রদায়ের সাথে কাজ করতে হবে। ওই সময় তার কাঁধে কিউবার পতাকা দেখা যায়।
সোমবার কিউবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফেরার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় পৌঁছেছেন।
তিনি বলেন, ‘আমি আমার পরিবারের একটি অংশ, সংগ্রামের সহযোদ্ধা এবং অনেক বন্ধুর সান্নিধ্য পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ।’
তিনি বলেন, তবে অন্যদিকে এটি একটি অত্যন্ত কঠিন ও দুঃখজনক সময়, কারণ, কিউবার অন্যান্য ভাইবোনেরা পশ্চিম গোলার্ধের সবচেয়ে খারাপ কারাগারে ভয়াবহ পরিস্থিতিতে কষ্ট পাচ্ছেন।’
তার চলে যাওয়া কিউবার বিরোধী আন্দোলনের জন্য একটি ধাক্কা। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট চলছে এবং তরুণরা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করছে।