শিরোনাম
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আলোচনার মাধ্যমে বা আলোচনা ছাড়াই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা ছাড়বেন বলে মন্তব্য করেছেন দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
তিনি সোমবার এক সাক্ষাৎকারে এএফপিকে এ মন্তব্য করেন। তিনি আত্মগোপনে রয়েছেন।
মাচাদো বলেন, নিকোলাস মাদুরোর সময় শেষ। তবে তিনি এখনও শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে যেতে পারেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভেনিজুয়েলার দীর্ঘস্থায়ী নেতাকে একটি কাঁটাযুক্ত জলপাইয়ের ডাল উপহার দিয়ে ৫৮ বছর বয়সী মাচাদো বলেন, প্রেসিডেন্ট মাদুরো যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেন, তবে তিনি ব্যক্তিগত গ্যারান্টি পেতে পারেন।
ভেনিজুয়েলার উপকূলে জড়ো হওয়া মার্কিন বন্দুকবাহী নৌকার একটি বহরের কথা উল্লেখ করে বিরোধী নেতা এএফপি’কে বলেন, ‘মাদুরোর বর্তমানে শান্তিপূর্ণভাবে উত্তরণের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’
এই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আরো বলেন, ‘আমরা গ্যারান্টি দিতে প্রস্তুত আছি। এমন একটি গ্যারান্টি, যা আমরা আলোচনার টেবিলে না বসা পর্যন্ত প্রকাশ করব না।’
মাচাদো সতর্ক করে বলেন, ‘যদি তিনি (মাদুরো) প্রতিরোধ অব্যাহত রাখেন, তাহলে তার পরিণতি সম্পূর্ণরূপে তার ওপরই বর্তাবে।’
তিনি বলেন, তবে ‘আলোচনা হোক বা না হোক, তিনি ক্ষমতা ছেড়ে দেবেন।’
মাচাদো গত সপ্তাহে স্বীকার করেছেন, তিনি তার দীর্ঘমেয়াদী নোবেল জয়ের জন্য এখনও হতবাক।
তিনি আরো বলেন, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বিস্ময়গুলোর মধ্যে একটি।’
মাচাদো বলেন, যারা সামরিক বাহিনীসহ একটি রূপান্তরকে সহজতর করতে সহায়তা করবে তাদেরও গ্যারান্টি দেওয়া হবে, যা শাসনব্যবস্থার টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, ‘এই বার্তাটি সশস্ত্র বাহিনী, পুলিশ ও সরকারি কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে।’
মাচাদো বলেন, (সামরিক কর্মীরা) আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করছে ও তথ্য সরবরাহ করছে।