বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ২০:৩২

ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনের সেবু দ্বীপে আজ সোমবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, এতে অন্তত ১৪ জন আহত হয়েছে এবং দুই সপ্তাহ আগে সংঘটিত প্রাণঘাতী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা(ইউএসজিএস) জানিয়েছে রোববার স্থানীয় সময় রাত ১টায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

প্রাদেশিক সরকার জানিয়েছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো শহরের নিকটবর্তী। গত ৩০ সেপ্টেম্বর ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে একই এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেদিনের ভূমিকম্পে ৭৫ জন নিহত এবং ৭২ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, সর্বশেষ ভূমিকম্পে সান রেমিজিও শহরের একটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বোগোর একটি সরকারি হাসপাতালের দেয়াল ধসে পড়েছে। দেয়ালটি আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সরকারি তথ্যানুসারে, বোগোতে আটজন আহত হয়েছে এবং সান রেমিজিও ও দানবানতায়ান পৌরসভায় ছয়জন আহত হয়েছে।

প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বোগো জেলা হাসপাতালের একটি ভবনের ছাদের বেষ্টনী ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সাময়িকভাবে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

গত শুক্রবার প্রথমে ৭ দশমিক ৪ এবং পরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। এদিন আটজন নিহত এবং শত-শত মানুষ আহত হয়েছে।