বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ২০:২৭

উত্তর-পূর্ব স্পেনে বৃষ্টির সতর্কতা কম, ১৮ জন আহত

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা সোমবার উত্তর-পূর্ব কাতালোনিয়ার জন্য বৃষ্টির সতর্কতা নামিয়ে দিয়েছে। সেখানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর । কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, রোববার ঝড় অ্যালিস অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া কাদার স্রোতে গাড়ি এবং ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে। 

মাদ্রিদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থা ‘আমেট’ কাতালোনিয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা লাল থেকে কমলাতে নামিয়েছে। এতে উল্লেখযোগ্য ‘বৃষ্টির ঝুঁকি’ থাকে।

আঞ্চলিক প্রেসিডেন্ট সালভাদোর ইলা বাসিন্দাদের ‘অত্যন্ত সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন।

কাতালোনিয়ার নাগরিক সুরক্ষা পরিষেবা জানিয়েছে, মুষলধারে বৃষ্টিপাতের কারণে ১৭ জন সামান্য আহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

এটি আরো জানিয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা যানবাহনে আটকা পড়া বা পাথর ধসে পড়ে থাকা গাছ বা ধ্বংসাবশেষ অপসারণের জন্য সহায়তার প্রয়োজন এমন কয়েক ডজন লোকের কাছ থেকে আসা কলগুলোতে সাড়া দিয়েছেন। 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে একটি সান্তা বারবারার মেয়র জোসেপ লুইস গিমেনো ঝড়ের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন বিশেষ করে এলাকার খামারগুলোতে।

তিনি স্থানীয় রেডিওকে বলেছেন, ‘আমরা ম্যানহোলের ঢাকনাও খুঁজে পাচ্ছি না। আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। সবকিছু উপড়ে গেছে’।

ভারী বৃষ্টিপাতের কারণে গুরুত্বপূর্ণ রাস্তা এবং রেললাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।

ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর এপি-৭ মহাসড়ক সোমবার সকালে পুনরায় খুলে দেওয়া হয়েছে, তবে কর্তৃপক্ষ তীব্র যানজটের খবর দিয়েছে। প্রতিটি দিকে একটি করে লেন এখনো বন্ধ রয়েছে।

২০২৪ সালের অক্টোবরে পার্শ্ববর্তী ভ্যালেন্সিয়া অঞ্চলে ব্যাপক বন্যায় ২শ’ জনেরও বেশি লোক মারা গিয়েছিল, যা স্পেনের কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।

বিজ্ঞানীরা বলছেন, একটি উষ্ণ বায়ুমণ্ডল, যা দ্রুত উষ্ণতর ভূমধ্যসাগর থেকে আরো বেশি জল বাষ্পীভূত করে রাখে, এই অঞ্চলে অতি বৃষ্টিপাতের ফলে বন্যার ঝুঁকি এবং তীব্রতা বৃদ্ধি করে।