বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৭:০৭

স্পেনে ভারী বৃষ্টিতে বড় ধরনের বন্যা

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্পেনের উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গতকাল রোববার যানবাহন ও ঘরবাড়িতে মানুষ আটকা পড়েছে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ঘোলা পানির প্রবল স্রোতে রাস্তা ভেঙে যানবাহন ভেসে যাচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, তারাগোনা প্রদেশে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এব্রো নদীর ব-দ্বীপে ১২ ঘণ্টায় ১৮০ মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

কাতালান ফায়ার সার্ভিসের মুখপাত্র ওরিওল করবেলা সাংবাদিকদের জানান, মানুষ হতবাক হয়ে গেছে। গাড়ির ভেতরে, ভবনের নিচতলায় মানুষ আটকা পড়েছে।

সান্তা বারবারা শহরের মেয়র জোসেপ লুইস গিমেনো আঞ্চলিক টেলিভিশন থ্রিক্যাট-কে জানান, রাতের বেলা আকস্মিক বন্যার কারণে পরিস্থিতি ভীতিকর ছিল।

তিনি আরো বলেন, স্থানীয় নদী ও খালগুলোর পানি উপচে পড়েছে এবং শহরের কেন্দ্রস্থলে পানি প্রবেশ করেছে। বন্যার পানিতে কন্টেইনার, গাড়ি সবকিছু ভেসে গেছে।

তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং নিখোঁজের ঘটনাও ঘটেনি।