শিরোনাম
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ রোববার জানিয়েছেন, তিনি দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্পের সঙ্গে কথোপকথনকে দারুণ ফলপ্রসূ আখ্যায়িত করেছেন তিনি।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেছেন, আমরা পরিস্থিতির সব দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের দেশের মানুষ ও বিমান প্রতিরক্ষা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে।