বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ২০:৫১

মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার এক ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পের প্রতি মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেনেও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেছেন,  ট্রাম্প একটি যুদ্ধ থামাতে পারলে অন্য যুদ্ধও থামাতে পারবেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় পরিসরে আক্রমণ শুরু করার একদিন পর জেলেনস্কি এ আহ্বান জানান। রাশিয়ার হামলায় কিয়েভের কিছু অংশ এবং ইউক্রেনের আরও ৯টি অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কিয়েভ মনে করে, ফিলিস্তিনে হামাসের বিরুদ্ধে দুই বছর ধরে ইসরাইলের সংঘাতের কারণে সেদিকে বিশ্ববাসীর নজর আটকে রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে গেছে।

ট্রাম্প গত বুধবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের ঘোষণা দিয়েছেন। গত আগস্টে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান তিনি। তবে, কোনো ধরনের শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটি ফোনালাপ হয়েছে। এটি খুবই ইতিবাচক এবং ফলপ্রসূ ছিল। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের অসামান্য যুদ্ধবিরতি পরিকল্পনার জন্য তাকে অভিনন্দনও জানিয়েছেন জেলেনস্কি।

আলোচনায় বসতে ক্রেমলিনের ওপর চাপ দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, যদি একটি অঞ্চলে যুদ্ধ বন্ধ করা যায়, তাহলে অবশ্যই রাশিয়ার যুদ্ধসহ অন্যান্য যুদ্ধও বন্ধ করা সম্ভব।

গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে সম্প্রচারিত একটি বৈঠকের সময় দুই নেতার মধ্যে বাক-বিতণ্ডার পর থেকে তাদের মধ্যে সম্পর্ক নাটকীয়ভাবে উষ্ণ হয়ে উঠেছে। তারপর থেকে ট্রাম্প মস্কোর বিপক্ষে কঠোর এবং ইউক্রেনের প্রতি সহানুভূতিশীল হয়েছেন।