বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ১৪:৪৭

ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফ্রান্সে সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত করার পর, প্রধান কট্টর-ডানপন্থী দল শুক্রবার তার নেতৃত্বাধীন নতুন ফরাসি সরকারকে অবিলম্বে উৎখাত করার অঙ্গীকার করেছে এবং বলেছে, এই সরকারের ‘কোন ভবিষ্যৎ নেই’। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ‘বিচ্ছিন্ন’ বলে অভিহিত করে তার লেকর্নুকে পুনর্নিযুক্ত করার পদক্ষেপকে ‘খারাপ রসিকতা’ হিসেবে আখ্যা দিয়ে ন্যাশনাল র‌্যালি (আরএন)-এর নেতা জর্ডান বারডেলা বলেছেন, তার দল অবিলম্বে সংসদে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে এই জোট সরকারকে উৎখাত করবে, এর কোন ভবিষ্যৎ নেই।