বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ১৩:১০

ফরাসি গায়ানায় ২ বিদেশীকে গুলি করে হত্যা

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফরাসি গায়ানার রাজধানীতে দুই বিদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন ডোমিনিকান ও অন্যজন ব্রাজিলের নাগরিক। 

পুলিশ শুক্রবার এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এই দুই ব্যক্তি দক্ষিণ আমেরিকার ভূখণ্ডটির অবৈধ অভিবাসী ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কেয়েনে তাদের দুজনেরই মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাদের দুজনেরই বুকে গুলি করা হয় এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা মারা যায়।

যদিও ফরাসি গায়ানার সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই অঞ্চলে হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 

ফরাসি গায়ানা বা গুইয়ান দক্ষিণ আমেরিকার উত্তর আটলান্টিককে অবস্থিত ফ্রান্স শাসিত একটি অঞ্চল।