বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ২১:১৯

দেশবাসীর মুক্তির জন্য ট্রাম্পই একমাত্র ভরসা: নোবেল জয়ী মাচাদো

কোলাজ : বাসস

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : শান্তিতে নোবেল পুরস্কার জেতার পর ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শুক্রবার বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য দেশবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা করছে।

কারাকাস বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নোবেল পুরস্কার পাওয়ার পর এক্সে এক পোস্টে মাচোদা লিখেছেন, ‘ভেনেজুয়েলার জনগণের দীর্ঘ সংগ্রামের এ বিশাল স্বীকৃতি মুক্তি অর্জনে আমাদের কাজ সম্পন্ন করার প্রেরণা জোগাচ্ছে।’

তিনি আরো লিখেছেন, ‘আজকের এই দিনে আমরা মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের প্রধান মিত্র হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর ওপর বেশি ভরসা করছি।’