বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৯:৫৬

শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’

মারিয়া কোরিনা মাচাদো। ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, পুরস্কার জেতার কথা শুনে তিনি ‘হতবাক’ হয়েছেন।

মাচাদোর প্রেস টিম পাঠানো এক ভিডিও’তে শোনা গেছে, মাচাদো টেলিফোনে এডমুন্ডো গনজালেস উরুতিয়ার সঙ্গে এই অনুভূতি ব্যক্ত করেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে প্রার্থী হিসেবে বাধা দেওয়া হলে গনজালেস তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

অসলো থেকে এএফপি এ খবর জানায়।

প্রায় এক বছর আগে নির্বাসনে যাওয়া গনজালেস জবাবে বলেন, ‘আমরা আনন্দে আত্মহারা’।  মাচাদো বলেন, ‘এটা কী! আমি বিশ্বাসই করতে পারছি না।’

৫৮ বছর বয়সী মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় লোকচক্ষুর অন্তরালে বসবাস করছেন।

শুক্রবার নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে।

কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস অসলোতে এক ঘোষণায় বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতন্ত্রে রূপান্তরের সংগ্রামে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।