বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৯:১৮

ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে।

পূর্ববর্তী সতর্কতার কয়েক ঘণ্টা পর শুক্রবার গভীর রাতে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক  আঘাত হেনেছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

ফিলিপাইনের মাতি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ভূমিকম্পটি সন্ধ্যা স্থানীয় সময় ৭টা ১২ মিনিটে (১১১২ জিএমটি) এ আঘাত হানে। যার ফলে ফিলিপাইনের ভূমিকম্পবিদ্যা অফিস ‘প্রাণঘাতী সুনামির উচ্চতা’ সম্পর্কে সতর্ক করে এবং উপকূলীয় বাসিন্দাদের ‘অবিলম্বে উঁচু স্থানে সরে যেতে অথবা আরো দূরে সরে যেতে’ আহ্বান জানিয়েছে।