বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আজ শুক্রবার ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। প্রথমে আঞ্চলিক সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

ফিলিপাইনের দাভাও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মিন্দানাও অঞ্চলের মানয় থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাশেই মাতি শহরে একটি দেয়াল ধসে একজন নিহত হয়েছে।

নগর দুর্যোগ অফিস এএফপি’কে জানিয়েছে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে স্থানীয় একজন ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

ফিলিপাইন সরকার প্রথমে সুনামির সতর্কতা জারি করেছিল। পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলের পার্শ্ববর্তী এলাকার লোকদের ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের ঝুঁকির ব্যাপারে সতর্ক করা হয়। তবে, মাত্র এক ফুট উঁচু ঢেউ দেখা গেছে এবং পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।