বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ২১:০৮

কম্বোডিয়ার সঙ্গে বিরোধ মেটাতে থাই প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে বলেছেন.কম্বোডিয়ার সঙ্গে দেশটির(থাইল্যান্ডের) চলমান সীমান্ত বিরোধের সমাধান চান তিনি।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

দুই দেশের সীমান্ত বিরোধ নিষ্পত্তির ব্যাপারে ট্রাম্পের ভূমিকা অব্যাহত রাখার বিষয়টি থাই প্রধানমন্ত্রী উড়িয়ে দেওয়ার একদিন পরই নতুন এ তথ্য সামনে এলো।

গত জুলাইয়ে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এটি কয়েক দশকের মধ্যে দেশ দু’টির মধ্যে সবচেয়ে মারাত্মক সামরিক সংঘর্ষে রূপ নেয়।

এতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩ লক্ষাধিক লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

পাঁচ দিনের সংঘাতের পর উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প। যদিও উভয় পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত পরে বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন, ‘নতুন কৌশলগত কূটনীতি’র মাধ্যমে সামরিক সংঘাতের অবসান ঘটিয়েছেন  ট্রাম্প।  

হুন মানেত আজ ব্যাংককে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে একটি চিঠি পাঠিয়েছেন, তাতে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়াকে সংঘাতের সমাধান খুঁজে বের করার জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।