শিরোনাম
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি অবরোধ ভাঙার চেষ্টাকারী আরেকটি নৌ-বহরকে বাধা দেওয়ার কয়েক দিনের ব্যবধানে আজ ইসরাইলি বাহিনী নতুন ত্রাণবহর আটকে দিয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রথমে আজ ভোরে জানায়, তাদের তিনটি জাহাজ ইসরাইলি সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয় এবং অবৈধভাবে সেগুলো আটক করা হয়েছে। গাজা উপকূল থেকে ২২০ কিলোমিটার দূরে নৌ-বহরটি আটক করা হয়।
পরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, নৌ-বহরের ৯টি জাহাজই আটক করা হয়েছে। আটক জাহাজের মধ্যে ‘কনশানস’ জাহাজও রয়েছে। এতে ৯০ জনেরও বেশি সাংবাদিক, চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ছিলেন।
জাতিসংঘ জানিয়েছে, দুই বছর ধরে ভয়াবহ সংঘাতে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে গাজায় পৌঁছাতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ত্রাণবহরকে বাধা দিয়েছে ইসরাইল।
যুদ্ধ যতো দীর্ঘ হচ্ছে, ফিলিস্তিনিদের প্রতি বিশ্বব্যাপী সংহতি বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী নানা দেশের সরকার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসরাইলের আচরণের নিন্দা জানাচ্ছে।
আজ বুধবার ইসরাইল নিশ্চিত করেছে, গাজাকে অবরুদ্ধ রাখার আওতাভুক্ত জলসীমায় প্রবেশকারী নৌ-বহর আটক করা হয়েছে।