শিরোনাম
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল টিউমেনের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অজ্ঞাত ড্রোনগুলোকে ‘নিষ্ক্রিয়’ করেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে ড্রোনগুলো ইউক্রেনীয় ছিল বলে মনে করা হচ্ছে। যা ছিল কিয়েভের সবচেয়ে শক্তিশালী হামলাগুলোর মধ্যে একটি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো তেল সমৃদ্ধ সাইবেরিয়ান অঞ্চলের একটি বৃহৎ শোধনাগারকে টার্গেট করে ছিল।
মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে।
আঞ্চলিক সরকার সোমবার গভীর রাতে বলেছে, ‘টিউমেনের অ্যান্টিপিনো জেলার একটি উদ্যোগের ভূখণ্ডে তিনটি ইউএভি শনাক্ত করা হয়েছে এবং নিষ্ক্রিয়’ করা হয়েছে।’ ড্রোনগুলোর উৎস চিহ্নিত করা হয়নি বা উদ্যোগটি কী ছিল তা বিস্তারিতভাবে বলা হয়নি।
যুদ্ধরত পক্ষগুলো প্রতিদিন একে অপরের ওপর শত শত ড্রোন বর্ষণ করে, তবে সামনের সারির পিছনে ২,০০০ কিলোমিটার (১,২০০ মাইল) এরও বেশি দূরে আক্রমণ ছিল বিরল এবং এটি ইঙ্গিত দিতে পারে যে, ইউক্রেন তার ড্রোন ক্ষমতা বৃদ্ধি করছে।
গ্রীষ্মকালে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড থেকে ড্রোন নিক্ষেপ করে দেশের গভীরে একটি নির্লজ্জ আক্রমণে কয়েকটি রাশিয়ান পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানকে আঘাত করতে সক্ষম হয়েছিল।
কিয়েভ রাশিয়ার জ্বালানি ও তেল অবকাঠামোর ওপর প্রতিশোধমূলক হামলা জোরদার করছে। যাকে তারা মস্কোর আক্রমণাত্মক এবং ইউক্রেনীয় শহরগুলোতে তাদের প্রতিদিনের আক্রমণের বৈধ প্রতিক্রিয়া হিসেবে দেখছে। যার ফলে মাঝে মাঝে লক্ষ লক্ষ মানুষ তাপ এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
এই হামলার ফলে রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে এবং পেট্রোলের দাম বেড়েছে।
কিয়েভ মস্কোর জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি রাজস্ব বন্ধ করার লক্ষ্য নিয়েছে, যা তারা রাশিয়ান সেনাবাহিনীকে তহবিল দেওয়ার কথা বলে।