শিরোনাম
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): ইসরাইলে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের শিক্ষার্থীদের আজ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ ধরনের বিক্ষোভকে অসম্মানজনক মনে করেন তিনি।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। দিনটির স্মরণে লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা আজ মিছিল করার জন্য স্থানীয় সময় দুপুর ২টায় শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা ছিল।
এডিনবরো, গ্লাসগো, শেফিল্ড এবং ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের অন্যান্য শহরে সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল।
টাইমস পত্রিকায় প্রকাশিত মন্তব্যে স্টারমার অভিযোগ করেন, ফিলিস্তিনপন্থী নিয়মিত বিক্ষোভ থেকে কেউ-কেউ ব্রিটিশ-ইহুদিদের আক্রমণ করছে। অথচ, (ইসরাইলের কর্মকাণ্ডে) ব্রিটিশ ইহুদিদের কোনো দায় নেই।
আজকের পরিকল্পিত বিক্ষোভের কথা উল্লেখ করে স্টারমার লিখেছেন, আমাদের দেশ এমন নয়। অন্যদের প্রতি এতো কম শ্রদ্ধাবোধ থাকা অ-ব্রিটিশীয় আচরণ। অনেকে ব্রিটিশ-ইহুদিদের প্রতি ঘৃণা প্রকাশ করছে। এটাকেও অ-ব্রিটিশীয় আচরণ আখ্যায়িত করেন তিনি।
৭ অক্টোবর উপলক্ষে পৃথক বিবৃতিতে স্টারমার বলেন, গত দুই বছরে যুক্তরাজ্যে ক্রমবর্ধমানভাবে ইহুদি-বিদ্বেষ দেখা যাচ্ছে। ম্যানচেস্টারে গাড়ি চাপা এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় সে দেশে ১ হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া, ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। যাদের ৪৭ জন এখনো গাজায় জিম্মি রয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, হামাসের হাতে জিম্মিদের মধ্যে ২৫ জন নিহত হয়েছে।
হামলার জবাবে ইসরাইলি বাহিনী গত দুই বছরে ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।