শিরোনাম
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পোতে বোমা হামলায় রূপ নেওয়ার পর তারা নগরীর দুটি জেলায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কুর্দি বাহিনী আলেপ্পোতে বোমা হামলায় সোমবার সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত এক সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
দামেস্ক ও সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।
ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস পৃথকভাবে জানায়, সিরিয়ার সরকারি বাহিনী কুর্দি সংখ্যাগরিষ্ঠ আলেপ্পোর দুটি জেলা শেখ মাকসুদ ও আশরাফিহতে বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছে।
এতে বলা হয়েছে, ওই জেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । সিরিয়ার সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করে তাদের ঘিরে রেখেছে।
ডিসেম্বরে সাবেক নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকে, আলেপ্পো সিরিয়ার নতুন ইসলামপন্থী কর্তৃপক্ষের শাসনাধীন রয়েছে।
তবে শেখ মাকসুদ ও আশরাফিহ এখনো এসডিএফ-এর সঙ্গে যুক্ত কুর্দি প্রশাসনের সেনাবাহিনীর কুর্দি ইউনিটগুলোর নিয়ন্ত্রনে রয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে, সিরিয়ান নিউজ চ্যানেল জানায়, ‘আলেপ্পোর শেখ মাকসুদ জেলার কাছে এসডিএফের হামলায় দেশীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও আরো তিনজন আহত হয়েছে।’
এটি আরও জানায়, কুর্দি বোমা হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
এটি বলেছে যে এসডিএফের ভারী মেশিনগান ও মর্টারের ব্যারেজ হামলার কারণে কয়েক ডজন পরিবার শেখ মাকসুদ ও আশরাফিহ ছেড়ে পালিয়ে গেছে।
আলেপ্পোর গভর্নর, আজ্জাম আল-গারিব, বাসিন্দাদের ঘরে থাকতে ও ‘সংঘর্ষের অঞ্চল’ থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, বেশ ক’জন আহত বেসামরিক নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত তথ্য না দিয়ে এটি পরে আরো জানায়, দুই পক্ষ উভয় অঞ্চলে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।
এসডিএফ সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার কথা অস্বীকার করেছে এবং দামেস্কপন্থী দলগুলোর বিরুদ্ধে আলেপ্পোর কুর্দি পাড়াগুলোয় অবরোধ করার ও ‘ট্যাঙ্ক নিয়ে’ এগিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ করেছে।
এতে বলা হয়েছে যে, জেলাগুলোর রক্ষার জন্য কুর্দিদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসাইশকে সাহায্য করার জন্য বাসিন্দারা অস্ত্র তুলে নেয়।