বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৪:১৭

গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিশরে ইসরাইল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা এখন পর্যন্ত ‘ইতিবাচক’ হয়েছে।  হামাসের আলোচক দলের ঘনিষ্ঠ দুটি সূত্র মঙ্গলবার এএফপিকে এ তথ্য  জানিয়েছে। 

আলোচনা আজ দুপুরের দিকে আবার শুরু হওয়ার কথা রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

একটি সূত্র জানিয়েছে, ‘গত রাতে চার ঘণ্টাব্যাপী প্রথম দফার আলোচনা ইতিবাচক হয়েছে।’ সূত্রটি আরও জানায়, আলোচনা আজ দুপুরে আবার শুরু হবে।’

ফিলিস্তিনি আরেকটি সূত্র নিশ্চিত করে বলেছে, ‘ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনা আজ মঙ্গলবার মিশরের শার্ম এল-শেখে আবার শুরু হবে।’