বাসস
  ০৬ অক্টোবর ২০২৫, ১৭:১৫

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু’র পদত্যাগপত্র আজ সোমবার গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

এ ঘটনা ফ্রান্সকে আরো রাজনৈতিক অচলাবস্থায় ফেলে দিয়েছে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মাসে লেকর্নু’কে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট মাখোঁ। তবে, গতকাল রোববার রাতে লেকর্নু মন্ত্রিসভার সদস্যদের যে তালিকা প্রকাশ করেছেন, তা অপরিবর্তিত দেখা যায় এবং রাজনৈতিক পরিমণ্ডলে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রায় সব দলের নেতা অভিযোগ করেন, লেকর্নু’র মন্ত্রিসভা পূর্ববর্তী বায়রু সরকারের প্রায় হুবহু অনুলিপি, কোনো নতুনত্ব নেই। অনাস্থা প্রস্তাবের হুমকিও দেন তারা।

এ পরিস্থিতির মধ্যেই লেকর্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন।