বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ১৫:৩৩

গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় বসতে প্রস্তুত হামাস

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে হামাস অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত। 

হামাস শনিবার জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এ চুক্তির অধীনে থাকা সব অমীমাংসিত বিষয় সমাধান করতে চায়।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘আমরা সব বিষয় চূড়ান্ত করতে এখনই আলোচনা শুরু করতে প্রস্তুত।’

এর আগে শুক্রবার হামাস জানায়, তারা গাজা উপত্যকায় আটক সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে, যুদ্ধের পর তাদের নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সংগঠনটির নির্বাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বান নিয়ে তারা কোনো মন্তব্য করেনি।