বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ১২:১২
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২০:১৬

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা আজ শনিবার জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষকে উদ্ধারে উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত সোমবার জোহরের নামাজের সময় শিক্ষার্থীরা সমবেত হলে বহুতল বিশিষ্ট একটি বোর্ডিং স্কুলের একাংশ হঠাৎ ধসে পড়ে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন পরিচালক যুধি ব্রামান্ত্য এক বিবৃতিতে বলেন, উদ্ধারকারীরা আজ ধ্বংসস্তূপের ভেতর থেকে দু’জনের মৃতদেহ এবং একজনের দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং উত্তর প্রান্ত থেকে ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে।

আজ সকালে কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল তারা ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রধান সুহার্যান্ত সর্বশেষ মৃতদেহ উদ্ধারের আগে বলেন, এখনো ৪৯ জন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধারকারীরা তাদের সন্ধানে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, গত রাতে মৃতদেহ খুঁজে পাওয়ার পর আমরা বৃহৎ পরিসরে ধ্বংসস্তূপ সরানোর কাজে মনোনিবেশ করেছি। ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।