বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ১১:০৪

জাপানে ভাল্লুকের আক্রমণে এক নারী নিহত, নিখোঁজ ১

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাপানের উত্তরাঞ্চলে মাশরুম সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে এক নারী নিহত হয়েছেন। আরেক নারী এখনও নিখোঁজ রয়েছেন।

দেশটির পুলিশ ও স্থানীয় গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের কারণে জাপানে বন্য ভাল্লুকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে বসতবাড়ির আশপাশের এলাকায় আগের তুলনায় বেশি ভাল্লুক দেখা যাচ্ছে।

উত্তর মিয়াগি অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ‘ভাল্লুকের আক্রমণে এক নারীর মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরেকজন এখনও নিখোঁজ।’

পুলিশের তথ্যানুযায়ী, শুক্রবার সত্তোরোর্ধ্ব ওই দুই নারীসহ চারজন পাহাড়ে মাশরুম তুলতে গিয়েছিলেন। মৃত্যুর সঠিক কারণ এখনও তদন্তাধীন। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দলে থাকা এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান যে ওই নারীকে ভাল্লুক আক্রমণ করেছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, নিহতের শরীরের আঘাতের ধরন দেখে পুলিশও ধারণা করছে তিনি ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন।

অন্যদিকে দৈনিক আসাহি শিম্বুন জানায়, নাগানো প্রিফেকচারে ৭৮ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরেও একাধিক আঁচড়ের দাগ ছিল। পুলিশের ধারণা তাকেও ভাল্লুক হত্যা করেছে।

গত মাসে ভাল্লুকের হামলা বেড়ে যাওয়ায় সরকার অস্ত্র আইন শিথিল করেছে। এর ফলে শিকারিরা বসতবাড়ির কাছাকাছি এলাকাতেও সহজে রাইফেল ব্যবহার করতে পারবেন।

এনএইচকে’র তথ্যমতে, গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জাপানে মোট ৬৯ জন ভাল্লুকের আক্রমণে আহত হন, যার মধ্যে পাঁচজন প্রাণ হারান। 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৮৫ জন মানুষ ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন, যাদের মধ্যে তিনজন মারা গেছেন। আর ২০২৪ সালে হামলার সংখ্যা ছিল ২১৯ এবং মৃত্যু হয়েছিল ছয়জনের।