শিরোনাম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তালেবান কর্তৃপক্ষ একাধিক প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ পর গতকাল সোমবার আফগানিস্তানে ব্যাপকভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়েছে।
রাজধানী কাবুলে এএফপি’র সাথে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫মিনিটে এর ব্যুরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইসলামাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।
সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেট শাসন পর্যবেক্ষণকারী একটি নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, ‘আমরা এখন জাতীয় সংযোগ সাধারণ স্তরের ১৪ শতাংশে পর্যবেক্ষণ করছি’।
‘দেশব্যাপী টেলিকম ব্ল্যাকআউট এখন কার্যকর।’