শিরোনাম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ব্যবস্থার অধীনে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ১২০ জন ইরানি চলতি সপ্তাহে দেশে ফিরবেন। ইরান মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক কর্মকর্তা হোসেইন নৌশাবাদী তাসনিম সংবাদ সংস্থাকে বলেন, ‘পরবর্তী কয়েকদিনের মধ্যে ১২০ জনকে দেশে ফেরত পাঠানো হবে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ ইরানিকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন অভিবাসন পরিষেবা।
এদের অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।