বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৪

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ধসে ৩ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ায় একটি মাদ্রাসা ভবন ধসে তিন জনের প্রাণহানি ঘটেছে ও অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আটকে পড়া অন্তত ৩৮ জনকে উদ্ধারের জন্য মঙ্গলবার উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি বলেন, ‘আজ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে মাদ্রাসায় এই দুর্ঘটনায় ৯৯ জন বেঁচে গেছেন, তিন জন মারা গেছেন।’