বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তোনিও কস্তা সোমবার গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার প্রশংসা করেছেন। 

তিনি সকল পক্ষকে ‘শান্তির জন্য একটি প্রকৃত সুযোগ দেওয়ার জন্য এই মুহূর্তটি কাজে লাগানোর’ আহ্বান জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট (ট্রাম্পের) গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছি এবং ইসরাইলের প্রধানমন্ত্রী (বেঞ্জামিন) নেতানিয়াহুর ইতিবাচক প্রতিক্রিয়ায় উৎসাহিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘গাজার পরিস্থিতি অসহনীয়। সেখানে যুদ্ধবিরতি জরুরি এবং সকল বন্দিকে অবিলম্বে মুক্তি দিতে হবে।’