বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০

মার্কিন ‘আগ্রাসনের’ হুমকির কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত ভেনিজুয়েলা 

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন ‘আগ্রাসনের’ হুমকির কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত রয়েছে ভেনিজুয়েলা। 

যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনিজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলার একাধিক ঘটনার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার এ মন্তব্য করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মাদুরো এক টেলিভিশন ভাষণে বলেন, আমেরিকান সাম্রাজ্য ভেনিজুয়েলায় সামরিক হামলা চালালে, যাতে আমাদের জনগণ এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায়, সে লক্ষ্যে সংবিধানের আলোকে একটি জরুরি অবস্থা ঘোষণা করতে আজ আমরা পরামর্শ প্রক্রিয়া শুরু করেছি।

এর আগে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের বলেন, মাদুরো একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র যদি আমাদের মাতৃভূমিকে আক্রমণ করার দুঃসাহস দেখায়, তবে এই ডিক্রি রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ‘বিশেষ ক্ষমতা’ প্রদান করবে।

তবে সরকারের এক সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানায়, মাদুরো এখনো সেই নথিতে আনুষ্ঠানিকভাবে সই করেননি। 

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি আরো জানায়, ভাইস প্রেসিডেন্ট নথিটি দেখিয়েছেন এটা বোঝাতে যে, সব প্রস্তুত এবং প্রেসিডেন্ট যে কোনো সময় ডিক্রিটি জারি করতে পারেন।

এদিকে, বামপন্থী কর্তৃত্ববাদী নেতা মাদুরো তার দেশের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মোতায়েনকে কেন্দ্র করে ভেনিজুয়েলাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারিবিয়ানে আটটি যুদ্ধজাহাজ এবং একটি পরমাণু শক্তি চালিত সাবমেরিন মোতায়েন করেছেন। যা মূলত মাদক পাচার মোকাবিলার একটি পরিকল্পনার অংশ হিসেবে বলা হলেও, বিশ্লেষকদের মতে এটি মাদুরোর ওপর চাপ তৈরির কৌশল।

রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ভেনিজুয়েলাবাসী মাদুরোর পক্ষে একজোট হবে। 

তিনি আরো বলেন, ‘ভেনিজুয়েলার নাগরিকরা দেশ রক্ষায় ঐক্যবদ্ধ। আমরা কখনোই আমাদের মাতৃভূমিকে সমর্পণ করব না।’