শিরোনাম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার রাতের ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমিতে একই পরিবারের চার জন নিহত হয়েছে। মঙ্গলবার ইউক্রেন এ তথ্য জানিয়েছে।
খবর বার্তাসংস্থা এএফপির।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টেলিগ্রামে লিখেছেন, আজ রাতে, শত্রুরা চেরনেচ্চিনা গ্রামের ক্রাসনোপিলিয়া সম্প্রদায়ের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় ও চার বছর বয়সী ছেলে ও তাদের বাবা-মায়ের লাশ উদ্ধার করেছে।