শিরোনাম
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর তিনি বিপুল শুল্ক আরোপ করবেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্প ‘অন্যরা চুরি করে নিয়ে গেছে’।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সদ্য ফার্মাসিউটিক্যাল পণ্য, আসবাবপত্র এবং ভারী ট্রাকের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই ট্রাম্প এ মন্তব্য করলেন।
সোমবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের ব্যবসা কেড়ে নিয়েছে, ‘শিশুদের কাছ থেকে টফি কেড়ে নেওয়ার মতো’।
তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে ‘দুর্বল ও অদক্ষ’ বলে সমালোচনা করেন এবং দাবি করেন, এ রাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাম্প লেখেন, ‘দীর্ঘদিনের এই অন্তহীন সমস্যার সমাধানে আমি যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত যেকোনো সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব।’
তবে তিনি কবে থেকে এ শুল্ক কার্যকর হবে বা কীভাবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এ বছরের মে মাসেও ট্রাম্প একই হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, মার্কিন চলচ্চিত্রশিল্প ‘অতি দ্রুতগতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে’। তখন তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন।
চলচ্চিত্রশিল্পের জন্য এর প্রভাব এখনও স্পষ্ট নয়।
হলিউড যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটি বড় খাত, যা ২০২২ সালে ২৯০ কোটি (২৭৯ বিলিয়ন) ডলারের বিক্রয় আয় করেছে এবং ২৩ লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে বলে মোশন পিকচার অ্যাসোসিয়েশনের তথ্য জানিয়েছে।
তবে হলিউডে ধর্মঘট এবং কোভিড মহামারির পর থেকে দর্শকরা সিনেমা হলে না গিয়ে ঘরে বসে সিনেমা দেখতে শুরু করায় শিল্পটি আবার গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছে।
ট্রাম্প তার পোস্টে টেলিভিশন সিরিজের প্রসঙ্গ তোলেননি, যা দিন দিন আরও লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠছে।
গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যাল পণ্য, রান্নাঘরের ক্যাবিনেট, আসবাবপত্র এবং ভারী ট্রাকের ওপর ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আলাদা আলাদা শুল্ক আরোপ করবেন।
তিনি যোগ করেন, বুধবার থেকেই এগুলো কার্যকর হবে। আর কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা না গড়ে, তাহলে ওষুধপণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প আমদানিকৃত আসবাবপত্রের প্রসঙ্গও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, উত্তর ক্যারোলাইনা ‘সম্পূর্ণভাবে তাদের আসবাবপত্র শিল্প চীনসহ অন্যান্য দেশের কাছে হারিয়েছে।’