বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

ইউরোপীয় নির্যাতন-বিরোধী কনভেনশন থেকে রাশিয়া সরে দাঁড়ালো

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ইউরোপীয় নির্যাতন-বিরোধী কনভেনশন থেকে রাশিয়া নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

ইউক্রেনের ওপর আক্রমণের মধ্যে পশ্চিমা প্রতিষ্ঠান এবং অধিকার সুরক্ষার প্রতি মস্কোর সর্বশেষ প্রত্যাখ্যান, রাশিয়াকে ইউরোপীয় নির্যাতন বিরোধী কনভেনশন থেকে প্রত্যাহারের জন্য সোমবার একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

রাশিয়ান কর্তৃপক্ষের অনলাইনে প্রকাশিত একটি নথি অনুসারে, পুতিন ইউরোপীয় নির্যাতন প্রতিরোধ কনভেনশনকে নিন্দা জানানোর জন্য একটি আইন অনুমোদন করেছেন। এটি একটি যুগান্তকারী চুক্তি যার লক্ষ্য বন্দীদের মতো স্বাধীনতা থেকে বঞ্চিত মানুষের অধিকারকে শক্তিশালী করা।